Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ বলাখাল চন্দ্রবান উবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ
Obijog

হাজীগঞ্জ বলাখাল চন্দ্রবান উবির প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তথ্য তুলে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের এক অভিভাবক সদস্য।

গত বুধবার ও বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও হাজীগঞ্জ থানা ইনচার্জ বরাবর।

উক্ত লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন অর্থের বিনিময়ে নানা বানচাল করে আসছেন। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রোল নং ৬১ বাবা,যার ভোটার নং ৪৮৭ ধেররা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. রিয়াজ উদ্দিন উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে একজন প্রার্থী।

বুধবার(৬ মার্চ) বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবক সদস্য নির্বাচনের ফরম ক্রয়ের শেষ দিন ছিলো। কিন্তু তিনিসহ আরো দুই জন অভিভাবক সদস্য উক্ত ফরম ক্রয়ের জন্য পুরো দিন প্রধান শিক্ষকের কার্যালয়ে অপেক্ষমান ছিলেন।

প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ হলে তিনি নানা ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। এমনকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বিষয়টি অবহিত করলে তিনি বলার পরেও মনোনয়ন ফরম ক্রয়ের শেষ দিন আর বিদ্যালয়ে আসেনি।

অভিযোগে মূলত উল্লেখ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন স্থানীয় কিছু অসৎ লোকের কুপ্ররোচনায় মোটা অংকের উৎকোচ এর বিনিময়ে রাতের আধাঁরে পূনাঙ্গ কমিটি গঠনের লক্ষে কাজ করেছেন। তার এমন অনিয়মে শিক্ষার্থীদের সচেতন অভিভাবক হিসাবে পদবঞ্চিতরা বিষয়টি মেনে নিতে পারেনি।

আগামি দিনে সুনামধন্য বলাখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে এমন অবৈধ কমিটি গঠন হলে প্রধান শিক্ষকসহ কয়েকজনের পকেট ভারী হওয়ার পায়তরা চলবে বলে মনে করছেন অভিভাবকমহল। যে কারনে অভিভাকদের পক্ষ থেকে উক্ত আবেদন আমলে নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার দাবি করা হয় এবং জড়িত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনইগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি কামনা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের একটি মৌখিক ও লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেনের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি বুধবার প্রতিষ্ঠানের কাজে জেলা পরিষদে ছিলেন বলে জানান।

স্টাফ করেসপন্ডেট
৭ মার্চ,২০১৯