পুলিশের সঙ্গে কাজ করি, মাদক- সন্ত্রাস মুক্ত দেশ গড়ি এ শ্লোগানে চাঁদপুরের হাইমচরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক জনপ্রতিনিধি ও থানা পুলিশ ও পুলিশিং কমিটির অংশগ্রহণে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শনিবার হাইমচরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে আলোচনা সভায় হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ আলমগীর হোসেনের পরিচালানায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহাবদ্দিন টিটু হাওলাদার,
সম্পাদক মোঃ ইউুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুসুফ যুবাইয়র শিমুল চৌকদার, হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, হাইমচর কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।
প্রতিবেদক : বিএম ইসমাইল, ২৬ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur