Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / পুলিশ ও জনতা এক সাথে কাজ করলে অপরাধ দমন সম্ভব : সাংসদ রুহুল
community-policing-day-matlab-north

পুলিশ ও জনতা এক সাথে কাজ করলে অপরাধ দমন সম্ভব : সাংসদ রুহুল

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে।

২৬ অক্টোবর শনিবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের চৌরাস্তা মোড় থেকে বর্ণাঢ র‌্যালি বের হয়ে বাজারে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মতলব উত্তর থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ র‌্যালিতে চাঁদপুর-২ আসনের সসংসদ সদস্য অ্যাড.নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সসংসদ সদস্য অ্যাড.নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর থাননার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে ও মতলব উত্তর থানার ওসি তদন্ত মোর্শেদুল আলম ভুইয়া ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ টিটু মোল্লার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সদর সার্কে) আহসান হাবিব, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজ লস্কর, যুগ্ম-সসম্পাদক আইয়ুব আলী গাজী,অ্যাড.মনোয়ার হোসেন,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদ নূর মোহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সরকার মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার রাজনৈতিক,সামাজিক নেতৃবৃনন্দ এবং স্কুল কলেজের শিক্ষক-ষিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এলাকার জনগণ ও প্রতিনিধিদের কাজ একজন অপরাধী কিংবা একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে পুলিশকে তথ্য দেয়া। প্রত্যেককে একেকজন পরিপূর্ণ গোয়ান্দা সদস্যের মতো ভূমিকা নিয়ে সমাজের অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতার করার আহবান জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সসংসদ সদস্য অ্যাড.নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথি বলেন, মতলব উত্তর উপজেলায় মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ এর উপর জিরো ট্রলারেন্স অভিযান চলবে। তিনি বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি,এই ব্যাধিকে সপ্রশ্রয় দেওয়া যাবে না। পুলিশ ও জনতা এক সাথে কাজ করলে অপরাধ দমন করা সম্ভব।

সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে সাাথে নিয়ে আইন-শৃংখলা পরিস্থিতিতে বাংলাদেশকে বিশে^ রোল মডেল হিসেসবে পরিণত করেছেন। বাংলাদেশের মানুষ চায় শান্তি আর উন্নয়ন। আর এই উন্নয়ন কর্মকান্ডগুলো সম্পাদন করছে বাংলাদেশ আওয়ামীলীীগ সরকার। কিন্তÍু সমাজে কিছু সংখ্যক অপরাধীর জন্য বিশৃংখলা সৃষ্টি হয়। তাই পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে সকল অপরাধ রোধ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড বেগমান হবে।

এ সময় অফিসার ইনচার্জ (ওসি) মতলব উত্তর থানার কর্মকর্তা মো. নাসির উদ্দিন মৃধা আলোচন সভার সভাপতি বক্তব্যে বলেন দ্বিতীয় বারের মতো উদযাপিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০১৯। দেশ ও এলাকার উন্নয়নে গড়ে তুলতে হলে সকলে একযোগ হয়ে কাজ করতে হবে। এতে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত হবে। পুলিশের সেবা নেওয়া এটা হল মূল উদ্দেশ্য। অনেক সময় পুলিশের সাথে জনগণের বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবোঝি কারণে দূরত্ব রয়েছে।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ২৬ অক্টোবর ২০১৯