চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, চাঁদপুরে সাইবার ক্রাইমের বিষয়টি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। যার যার ইচ্ছেমত সম্মানিত ব্যাক্তিদেরকে জড়িয়ে বিভিন্ন ধরনের লেখা-লেখি করছেন। এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা কাজ করবেন।
রোববার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদপুরে রাস্তার পাশে যত স’মিল আছে, তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ডেকে সড়কের পাশ থেকে গাছের গুড়ি সরিয়ে নেয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর যদি কেউ না সরায় তাদের গাছের গুড়িগুলো জব্দ করা হবে।
জেলা প্রশাসক বলেন, জেলার সর্বত্র শিশুদেরকে গাড়ি চালক হিসেবে দেখা যায়। এখন থেকে এ ধরনের শিশু চালক পাওয়া গেলে তাদের যানবাহনের মালিক ডেকে আইনানুগ ব্যবস্থা নিবেন। এছাড়া ট্রেনের ছাদে যাত্রী পাওয়াগেলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ছাদে কোনভাবে যাত্রী উঠানো যাবে না।
উন্নয়ন নিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারের দশ বছরের উন্নয়ন নিয়ে একটি পুস্তিকা প্রকাশিত হতে যাচ্ছে। একই বিষয়ে চাঁদপুরে আসন ও উপজেলা ভিত্তিক ভিডিও ডুকুমেন্টারিও তৈরি করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশে ব্যর্থতা বলতে কোন শব্দ নেই। সবই সফলতা। আমাদের চেষ্টা করতে হবে। আমরা প্রতিটি উন্নয়ন কাজের মাধ্যমে দৃশ্যমান হতে চাই।
শারদীয় দূর্গা পুজা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, এ উৎসব পালনের বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে। কোন ভাবেই সড়কের মধ্যে পুজার আয়োজন করা যাবে না। এ উৎসব পালনের ক্ষেত্রে কোন ভাবেই যেন আইন শৃঙ্খলার বিঘœ না ঘটে। এ বিষয়ে সকলেই সহযোগিতা করবেন। কোন সমস্যা হলে দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে অবহিত করবেন।
চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, আমরা আন্দোলনের নামে কোন নাশকতা দেখতে চাই না। জেলার আইন শৃঙ্খলা সব সময় ভালো। তাই এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের পাশাপাশি জনপ্রতিনিধিদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কারণ জনপ্রতিনিধিরাই জেলেদের সকল খোঁজ খবর জানেন।
এছাড়াও বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্যাহ, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিব উল্যাহ মারুফ, সদর উপজেলা ইউএনও কানিজ ফাতেমা, হাইমচর উপজেলা ইউএনও সমর কান্তি বসাক, মতলব দক্ষিন উপজেলা ইউএনও মো. শাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ইউএনও এ.এইচ.এম. মাহফুজুর রহমান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক