Home / সারাদেশ / কচুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
accident-2
প্রতীকী ছবি

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁদপুরের কচুয়া-গুলবাহার সড়কে বালিয়াতলী হাফেজিয়া মাদ্রাসা নামক এলাকায় শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রিয়া আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু প্রিয়া আক্তার একই উপজেলার বিতারা গ্রামের আবুল খায়েরের মেয়ে।

জানা গেছে, শিশুটি তার মায়ের সাথে কচুয়া থেকে সিএনজি যোগে ফতেপুর এক আত্মীয় বাড়ি যাওয়ার সময়ে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন,কচুয়ার বিভিন্ন সড়কে বিভিন্ন সময়ে সিএনজি চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনায়সহ নানান দুর্ঘটনা হয়ে আসছে।

এ সময় হয়রানি বন্ধ করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

জিসান আহমেদ নান্নু
২৩ আগস্ট ২০১৯

এজি