Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / পুলিশের যে কৌশলে উদ্ধার হলো হাজীগঞ্জের শিশু চাঁদনী
chdni-kidnap-case

পুলিশের যে কৌশলে উদ্ধার হলো হাজীগঞ্জের শিশু চাঁদনী

মোবাইলের রং নাম্বারে পরিচয়। প্রথমে বোন ডেকে কাছে টানে, তারপর মাকে মা ডেকে স্নেহের বন্ধন তৈরি করে। কিন্তু নরপিচাশ কখনো মাতৃত্ব কিংবা ভ্রাতৃত্ব বন্ধন মানে না। মনে মনে পরিকল্পনার জাল বুনতে বুনতে থাকে।

অবশেষে গত ১৯ মে বেড়াতে এসে রাত্রিযাপন করে। সকাল হলে কৌশলে শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই অপহরণকারী রুবেল হোসেনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

মা-বাবার কাছে সন্তান চাঁদের মতো। তাই একমাত্র কন্যা সন্তানের নাম রাখা হয় চাঁদনী। ফুটফুটে চাঁদনী। বয়স তিন বছর। অপহরণের চার দিন পর পুলিশের দক্ষতায় উদ্ধার হয় শিশুটি। অপহরণকারীকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ অপহরণকারী রুবেল হোসেনকে চাঁদপুর আদলতে প্রেরণ করে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

অপহৃত শিশু চাঁদনী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দক্ষিণ বড়কুল গ্রামের কবিরাজ বাড়ি ফোরকান হোসেনের একমাত্র কন্যা সন্তান।

হাজীগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. আলমগীর হোসেনের প্রচেষ্টা ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বৃহস্পতিবার (২৩ মে) লক্ষীপুর রামগতি কমলনগর থানার কালকিনি ইউনিয়নের মতিরহাট আকবর মৃধার বাড়ি থেকে শিশু চাঁদনীকে উদ্ধার করা হয়। রাতেই কমলনগর থানা পুলিশ অপহরণকারী রুবেল হোসেন (৩০) কে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানায় অপহরণ মামলার আরজিতে বলা হয়, অপহরণকারী রুবেল হোসেনের সাথে শিশুর দাদী ও ফুফুর সাথে মোবাইলে পরিচয় হয়। গত ২০ মে রুবেল হোসেন বেড়াতে এসে সু-কৌশলে বাড়ী থেকে চাঁদনীকে নিয়ে লাপাত্তা হয়ে যায়।

কথা হয় থানা অফিসার ইনর্চাজ মো. আলমগীর হোসেনের সাথে। তিনি বলেন, শিশু সন্তান হারা অসহায় বাবা-মা। পাচারকারীর মোবাইল নাম্বার নিয়ে সিডিআর এনালাইসিস ও মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বিভিন্ন কৌশল প্রয়োগ করে পাচারকারীর বিস্তারিত তথ্য পেয়ে যাই। অত:পর লক্ষীপুর জেলার কমলনগর থানার পুলিশের সহযোগিতায় মতিরহাট পুলিশ ফাড়ির ইন্সপেক্টর আজাদের মাধ্যমে মতিরহাট গ্রামের মৃধা বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

শিশুর বাবা ফোরকান হোসেন বলেন, শিশুকে পেয়ে আমি খুশি। ওসি আলমগীর হোসেনের আন্তরিকতা ও এসএম মিরাজ মুন্সী ভাইয়ের প্রচেষ্টায় আমার মেয়েকে দ্রুত পেয়েছি। তাদের কাছে ঋণী হয়ে গেলাম। পাশাপাশি অপহরণকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু
২৪ মে ২০১৯