চাঁদপুর জেলা যুবদলের সভাপতি প্রয়াত মোফাজ্জল হোসেন চান্দু ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিলন খানের রুহের মাগফিরাত কামনা করে রোববার (২৩ জুন) বাদ আসর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পুরাণবাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল ও মোয়াজ্জেন হাফেজ মো. কবির হোসেন।
দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. হামিদ মাস্টার, বিএনপি নেতা কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, বোরহান খান, আ. রাজ্জাক শেখ ,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনা মিয়া জমাদার,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.ফজলুর রহমান, ছাত্রদল নেতা লিটন সরকার, মোঃ.হান্নান,স্থানীয় যুবদল নেতা মোক্তার বেপারি মুক্কু, রফিক মিজি, স্বেচ্ছাসেবক দলের মো.খোকন, ইয়াছিন খান, শহর তরুণ দলের নেতা লিটন তালুকদার, শিশু খানসহ দলিয় অন্যান্য নেতা কর্মি এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur