Home / খেলাধুলা / চাঁদপুরে স্কুল-মাদ্রাসা ও কারিগরির শীতকালীন খেলাধুলা সম্পন্ন
dC SPORTS

চাঁদপুরে স্কুল-মাদ্রাসা ও কারিগরির শীতকালীন খেলাধুলা সম্পন্ন

চাঁদপুরে ৪৮ তম স্কুল-মাদ্রাসার জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা রোববার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে বিকেল ৪ টায় সম্পন্ন হয়। ৪৮তম স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়ায় ১২ টি দলগত ও ৪০ টি একক ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয় । সকাল ১০ প্রতিযোগিতার উদ্বোধন করেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলহাজ¦ মোহাম্মদ হোসেন।

বিকেল ৩ টায় সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াছমীন সুচনা, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সুত্রধর ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন , বাবুর হাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন , মাতৃপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক উত্তম কুমার, গনি আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী,প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন , প্রধানশিক্ষক মো.আবুল কাসেম , প্রধানশিক্ষক মো.ইলিয়াছ মিয়া, প্রধানশিক্ষক শাহ মো.ইমরান , প্রধানশিক্ষক আবদুল মান্নান মিয়া, প্রধানশিক্ষক গণেশ চন্দ্র দাস , জলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মাসুদুল আলম ভ’ইয়া, সহকারী পরির্দশক লিটন কান্তি দাস ও মো. আজিজুল হক ।

ধারা বর্ণনায় ছিলেন সফরমালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল গনি ও মধুসূদন উচ্চ বিদ্যালয়ের আসাদ্দুজামান লাবু।

ক্রীড়া পরিচালনায় ছিলেন ডিএন এ উচ্চ বিদ্যালয়ের আবুল কাসেম সায়মন, ড্যাফেডিলসের ক্রীড়া শিক্ষক মো.জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লা ,আহম্মদীয়া মাদরাসার ক্রীড়া শিক্ষক মো. গোলাম জিলানী হাসান আলীর মনজির হোসেন, গণি আদর্শের নাজির আহমেদ, ওসমানীয়া মাদরাসার শিক্ষক রফিকুল ইসলাম বাবু ,বীর মুক্তিযোদ্ধা সানাউল্লা,আহম্মদীয়া মাদরাসার মো.গোলাম জিলানী, ষোলঘরে নুরজাহান আকতার, মমিন উল্লা পাটোয়ারী একাডেমির ইমরান হোসেন।

অ্যাথলেটিকস ইভেন্টের মধ্যে থাকবে লং জাম্প, হাই জাম্প. ১০০, ২০০ ,৪০০, ৮০০. ১৫০০ মি. দৌড়,গোলক,বর্শা ও চাকতি নিক্ষেপ,রিলে দৌড়,ইত্যাদি। দলগত ইভেন্টের মধ্যে ছিলো ভলিবল,ক্রিকেট, ফুটবল, বাস্কেট টেবিল টেনিস ইত্যাদি। সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাও কর্মচারীগণ ।

সকাল ১০ টায় দলগত ইভেন্টগুলো শুরু হয়। স্কুল ও মাদরাসায় শীতকালীন এ প্রতিযোগিতায় যারা ১ম ও ২য় স্থান অধিকার করেছে তারাই বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামি ১৫ ও ১৬ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা কুমিল্লায় অনুষ্টিত হব্।ে

প্রতিবেদক : আবদুল গনি
১৩ জানুয়ারি ,২০১৯

Leave a Reply