Home / চাঁদপুর / ‘এইসেব’ চাঁদপুর ইউনিটের আহবায়ক কমিটি গঠন
aisb commite
আহবায়ক-যোবায়ের বিন ফজল এবং যুগ্ম আহবায়ক- প্রাণ কৃষ্ণ

‘এইসেব’ চাঁদপুর ইউনিটের আহবায়ক কমিটি গঠন

‘অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এইসেব)’ চাঁদপুর ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত বিভিন্ন শ‌্যাডো এডুকেশন সেন্টারের মালিক এবং পরিচালক, যারা কোনো স্কুল কলেজের সাথে যুক্ত নয় এবং সরকারি বেতন ভুক্ত কর্মচারী নয় তাদের কে নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমন্বয় সভায় ফ্রিল্যান্সারদের দ্বারা পরিচালিত বিভিন্ন শ‌্যাডো এডুকেশন সেন্টারের মালিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত ব‌্যক্ত করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল সদস‌্যের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির ন‌্যায় ১৫ সদস‌্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে দি গ্রামার এডুকেশন হোম এবং অর্কিড একাডেমির পরিচালক যোবায়ের বিন ফজল কে আহবায়ক নির্বাচিত করা হয়।

যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয় প্রাণ কৃষ্ণ দাস-প্রিপেয়ার কোচিং সেন্টার,পরিচালক। মোঃ ফরহাদ হোসেন-ট্রাস্ট একাডেমিক কেয়ার,পরিচালক।

সম্মানিত সদস‌্য নিবাচিত করা হয়- কুমার গৌরব- জয়-মেধাগৃহ, পরিচালক। আবুল বাশার-চাঁদপুর পাঠশালা, পরিচালক। ডি.কে মৃদুল, ই. হক চাঁদপুর, পরিচালক। জাকির হোসাইন নিশান-ফেইথ কোচিং সেন্টার,পরিচালক। মাহমুদুল হাসান- এডুএইড,পরিচালক। আলমগীর হোসেন-আলমগীর কোচিং,পরিচালক।

গোবিন্দ সূত্রধর- ম‌্যাথ টিচিং হোম,পরিচালক। নিয়াজ মোর্শেদ-আয়ডিয়েল স্টাডি কেয়ার,পরিচালক। আব্দুল্লাহ আল নোমান-নিউ লাইট কোচিং সেন্টার,পরিচালক। ফাতেমা বেগম-আকাশ কোচিং সেন্টার,পরিচালক। শফিকুল ইসলাম মজুমদার-মাদার কেয়ার টিচিং হোম,পরিচালক। মোঃ আলমগীর-আ.কা কোচিং সেন্টার,পরিচালক।

এরপর কমিটির আহবায়ক সাংবাদিকদের বলেন,আমাদের সদস‌্য সংগ্রহ কার্যক্রম অব‌্যাহত থাকবে। চাঁদপুরের প্রতিটি উপজেলার সকল শ‌্যাডো এডুকেশন সেন্টার গুলোকে জেলার সাথে যুক্ত করা হবে। সকল শ‌্যাডো এডুকেশন সেন্টারের মালিক এবং পরিচালকদেরকে ০১৮৫৫-২৮৭৮৬৮ এবং ০১৬১১-৮৮৮৩৬৮ নাম্বারে যোগাযোগ করে অতি দ্রুত সদস‌্য হওয়ার জন‌্য তিনি আহবান জানিয়েছেন।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
৪ মার্চ,২০১৯