বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চাঁদপুর সদর উপজেলা শাখার কমিটি পুনঃগঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পুরাণবাজার অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা, সদর থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সদর থানা তাঁতী লীগের পূর্বের কমিটি ঠিক রেখে সভাপতি পদে হেলাল বেপারীকে অব্যহতি দিয়ে মো. শামসুদ্দিন মিজিকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়।
নতুন সভাপতিকে দায়িত্বপত্র তুলে দেন জেলা আওয়ামী তাঁতী লীগের সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন বেপারী, সদস্য মো. নাছির গাজী, পৌর তাঁতী লীগের সহ-সভাপতি আ. রকমান দিদার, শিল্প ও বানিজ্যি বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস বেপারী, সদর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সম্প্রাট পাল ও পৌর তাঁতী লীগ নেতা মিরাজ পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সদর থানা তাঁতী লীগের সাবেক সভাপতি মো. হেলাল বেপারী বিগত দিনে সংগঠনিক কর্মকান্ডে অংশ গ্রহণ না করায় নতুন সভাপতি হিসেবে মো. শামসুদ্দিন মিজিকে দায়িত্ব দেয়া হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম
২৩ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur