চাঁদপুর শহরের কদমতলা এলাকায় শনিবার (৬ জানুয়ারি) দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে।
পুলিশ অফিসার মানিক মজুমদারের বাড়ির নিচ তলার ভাড়াটিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুশীল সাহার বাসায় চুরি সংঘটিত হয়।
চোরের দল প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকাসহ ২টি মোবাইল ফোন নিয়ে গেছে বলে সুশীল সাহা জানান। এ ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এছাড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহাসহ পূজা পরিষদ নেতৃবৃন্দ ছুটে আসেন।
তারা ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান। তারা দিনে দুপুরে এ ধরনের চুরির ঘটনায় নিন্দা জানান।
সুশীল সাহা জানান, ‘আমার স্ত্রী লেডী প্রতিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এদিন সকাল ১০টায় দায়িত্ব পালনের লক্ষ্যে বিদ্যালয়ে চলে যান। আমি ছিলাম গ্রামের বাড়িতে। আমার স্ত্রী দুপুর প্রায় ২টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান ঘরের ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। এতে তার সন্দেহ দেখা দেয়ায় সে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসেন এবং দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পান ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে তাদের বুঝতে বাকি থাকে না দিনের কোনো এক সময় চুরি সংঘটিত হয়েছে।’
স্টাফ করেসপন্ডেট
৬ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur