Home / জাতীয় / রাজনীতি / অবশেষে শপথ নিলেন এরশাদ
অবশেষে শপথ নিলেন এরশাদ

অবশেষে শপথ নিলেন এরশাদ

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে যান জাপার চেয়ারম্যান। গতকাল শনিবার বেলা একটার দিকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন এরশাদ।

এরশাদ ছাড়াও ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর শপথ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, মেজর খালেদ এমপি, ফখরুল ইমাম এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
জাপা সূত্রে জানা গেছে, নিয়মিত রক্ত পরীক্ষার অংশ হিসেবে এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন। সেখানে থেকে সংসদ ভবনে গিয়ে শপথ নেন তিনি।

এর আগে অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ। রংপুর–৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন তিনি। তবে অসুস্থতার কারণে নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি তিনি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ২৬ ডিসেম্বর দেশে ফিরে ঢাকার বাসায় ছিলেন তিনি।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট বিশাল বিজয় অর্জন করেছে। জাতীয় সংসদের ঘোষিত ফলাফলে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে ২৫৭টি আসন। মহাজোটভুক্ত জাতীয় পার্টি জিতেছে ২২টি সংসদীয় আসনে। আগামীকাল সোমবার নতুন সরকারের মন্ত্রিপরিষদ গঠিত হবে।

বার্তাকক্ষ
৬ জানুয়ারি ২০১৯

Leave a Reply