সারাদেশের ন্যয় চাঁদপুরে উৎসব মুখর পরিবেশে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর, হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলার ৩২০টি মাধ্যমিক স্কুল ও ১০০টি দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার এ ভোট গ্রহণ হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে চলে ভোট গ্রহণ। ছাত্রদের তুলনায় বেশীর ভাগ বিদ্যালয় ছাত্রী ভোটার সংখ্যা ছিলো বেশি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ জন করে মোট ৩৩৬০ জন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হয়।
শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুরাণ বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। শহরের পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে ২শত ৪২জন শিক্ষার্থী ভোটার। তবে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল শ্রেণিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষার্থীরা নির্বাচিত হন এ বিদ্যালয়ে।
নির্বাচিতরা হচ্ছেন: নুসরাত জাহান, আফরোজা নেছা নাদিয়া, সানজিদা আক্তার, সিহান আহম্মেদ ভুইয়া, জান্নাত আক্তার ও ফাতেমা আক্তার।
সদর উপজেলার নানুপুর উচ্চ বিদ্যালয় সকাল থেকেই গণতান্ত্রিক পক্রিয়া দীর্ঘ লাইনে ভোট গ্রহন হয়। ৫৮০জন ভোটারের মধ্যে ৩১৫ শিক্ষার্থী ভোট প্রদান করেন। এদের মধ্যে ৫ শ্রেণিতে ৮জন নির্বাচিত হন। নির্বাচিতরা হচ্ছে: তানহা আক্তার, নাহিদুল ইসলাম, তানসু মিলার তন্নী, কানিজ ফাতেমা, রিফাত হোসেন, তাছলিমা আক্তার, নুসরাত জাহান স্মৃতি ও রাব্বি খান।
সদরের ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে কেবিনেট নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮জন নির্বাচিত হন। নির্বাচিতরা হচ্ছেন: আফসানা আক্তার, আব্দুর রহমান, ফারজানা আক্তার, সাজিদ আহম্মেদ, নুর নাহার আক্তার, ফাহিম হোসেন, মাহফুজুর রহমান ও পারভেজ খান।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানান, মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসাগুলো সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনলাইন ডেসবোর্ডে প্রত্যেক প্রতিষ্ঠান নির্বাচনের যাবতীয় তথ্য আপলোড করেছেন।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা রেবেকা সুলতানা চাঁদপুর টাইমসকে জানান, ‘এবার চাঁদপুর জেলায় ৩২০টি মাধ্যমিক স্কুল ও ১০০টি দাখিল পর্যায়ের মাদ্রাসায় কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে শিক্ষার্থীরা ৮টি পদে প্রার্থী ছিলেন। এসব প্রতিষ্ঠানে ৮৭ হাজার ৭৩২ জন ছাত্র এবং ৯৫ হাজার ২২৪জন ছাত্রী ভোট প্রয়োগ করে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur