Home / চাঁদপুর / চাঁদপুর ক্লাবে উইন্টার ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ
chandpur-club-winter-badminton

চাঁদপুর ক্লাবে উইন্টার ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ

চাঁদপুর ক্লাবে বুধবার (১৩ মার্চ) রাতে উইন্টার ব্যাডমিন্টন ফেস্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর ক্লাবের সভাপতি জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার ও চাঁদপুর ক্লাবের সহ-সভাপতি পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপকমিটির কর্মকতা আবু নাসের বাচ্চু পাটওয়ারী।
এবারের ব্যাডমিন্টন টুর্নামেন্টের মেঘনা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর এলজিডি’র নির্বাহী প্রকোশলী জি এম মজিবুর রহমান ও চঁাঁদপুর কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বাহার এবং রানার্স আপ হয়েছে রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ ও লায়ন মফিজুল ইসলাম খান সেলিম।

একই টুর্নামেন্টে ডাকাতিয়া গ্রুপে চ্যাম্পিয়ন চাঁদপুরের এডিএম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল এবং রানার্স আপ হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী ও রোটারিয়ান ডা. মিজানুর রহমান খান।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুর ক্লাব সদস্য ও চাঁদপুর সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর বাহার তার নিজকণ্ঠে ভাওয়ালী, লালনগীতিসহ আধুনিক ও নতুন বিভিন্ন গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে আসা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহনকারী খেলোয়াড় , ক্লাব সদস্য ও তাদেও পরিবারের সদস্য সহ অতিথিদের গানের মাধ্যমে আনন্দ দিয়ে রাখেন অধ্যাপক আলমগীর বাহার। পরে নৈশ্যভোজে সকলেই অংশ নেন।

উপস্থিত ছিলেন এডিএম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জুডিশিয়াল ম্যাজিসেট্রট কফিলউদ্দিন, চাঁদপুর আনসার ভিডিপির কর্মকতা আজিমউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি রোটারিয়ান তমাল কুমার ঘোষ, পরিচালক রোটারিয়ান জামাল হোসেন, পাসপোট অফিসার তাজ বিল্লাহ, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক খোরশেদ আলম কাঞ্চন পাটওয়ারী, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, সাধারন সম্পাদক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন সহ অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, ক্লাব পর্যায়ের এ টুর্নামেন্টে ক্লাবের ২৩ সদস্য দুটি গ্রুপে পরস্পর অংশ নেয়। প্রায় মাসব্যাপি চাঁদপুর ক্লাবের ব্যাডমিন্টন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছিলো।

করেসপন্ডেন্ট
১৪ মার্চ, ২০১৯