Home / চাঁদপুর / চাঁদপুর শহরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
Chandpur railway

চাঁদপুর শহরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্দ্যোগে ২০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। সোমবার(১ এপ্রিল) শহরের কালিবাড়ি রেলওয়ের সম্পত্তির ওপর গড়ে উঠা অবৈধ দোকানের উপর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

এ বিষয়ে এডিএম মাহমুদ জামান বলেন,‘চাঁদপুর শহরকে যানজট মুক্ত রাখতেই আমাদের এই অভিযান। এখানে গাড়ি রাখার একটি নির্দিষ্ট কোন জায়গা না থাকায় যানজট আরো বৃদ্ধি পাচ্ছে। তাই পুলিশ বক্সের পেছনে রেলওয়ের জায়গায় বেদখল করে রাখা ২০টি দোকান উচ্ছেদ করে জায়গাটি পরিষ্কার করে অটো ও সিএনজি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করার উপযোগি করা হবে। আশা করি যানবাহনগুলো এখন থেকে উদ্ধারকৃত এই নির্ধারিত জায়গায় পার্কিং করলে এই এলাকার যানজট কিছুটা হলেও কমবে।’

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ও আজিজুন্নাহার, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া, কাউন্সিলর মাইনুল হাসান ও ফরিদা ইলিয়াসমহ পৌরসভা এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, ব্যাটালিয়ান আনসার সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১ এপ্রিল,২০১৯