চাঁদপুর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় মাদকবিরোধী ব্লকরেডে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) মঙ্গলবার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদর মডেল থানার পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। ব্লক রেড অভিযানে চাঁদপুর শহরের লঞ্চঘাট, কোর্ট স্টেশন, বড়ষ্টেশসন রোড , ৫নং ঘাট, নিশিবিল্ডিং এলাকাসহ বেশ কয়েকটি পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম পাড়া মহল্লার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে এ ধরনের জন সচেতনতামূলক ব্লক রেইড অব্যাহত থাকবে। সকল মাদক বিক্রেতা এবং সেবীদের উদ্দেশ্যে তিনি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন যারা মাদক বিক্রি এবং সেবনের সাথে রয়েছে তারা যেন এ পথ থেকে সরে আসে। তা না হলে তাদেরকেসহ মদদদাতা এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান ও তদারকিতে আমাদের ব্লক রেড নামক এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা চাই চাঁদপুর যেনো শান্তির জেলা হিসেবে সর্বদা স্বীকৃতি লাভ করে। এই জেলা হোক সম্পন্ন মাদকমুক্ত।
প্রত্যেক অভিভাবদের উদ্দেশ্যে তিনি বলেন অভিভাবকদেরকে সচেতন হতে হবে। তাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখার দায়িত্ব তাদেরই। যারা মাদকে সম্পৃক্ত রয়েছে তাদেরকে এই পথ থেকে ফিরানোর দায়িত্ব পুলিশের পাশাপাশি সমাজের সকল সচেতনদের নিতে হবে। চাঁদপুর শহরের প্রতিটি পাড়া মহল্লা মাদক মুক্তকরণে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ মনির আহমেদ, ওসি তদন্ত হারুন-অর-রশিদ, ডিবি ওসি মোঃ নূর হোসেন মামুন, ইন্সপেক্টর মোঃ মোস্তফা খান, উপ-পরিদর্শক মোঃ রেজাউল, উপ-পরিদর্শক সৈকত ইসলাম, ডিবি ইন্সপেক্টর আঃ রউফ, ডিবি উপ-পরিদর্শক মোঃ শামিমসহ মডেল থানা এবং গোয়েন্দা পুলিশের সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur