চাঁদপুর থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে যাত্রীবাহী লঞ্চ এমভি দেশান্তরে স্টাফ ও যাত্রীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। লঞ্চের স্টাফ কেবিন নিয়ে এই মারামারির ঘটনায় সুকানি কতৃক যাত্রীকে পিটিয়ে জখম করা হয়।
শনিবার (১৫ ডিসেম্বর) এই ঘটনায় লঞ্চ যাত্রীদের তোপের মুখে সুকানি আলমের ১০হাজার টাকা জড়িমানা করা হয়।
আহত যাত্রীর হাজী নুরুল ইসলামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি গ্রামে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানা যায়, এমবি দেশান্তর লঞ্চের যাত্রী হাজী নুরুল ইসলামের সাথে স্টাফ কেবিন নিয়ে স্টাফদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় লঞ্চের সুকানির আলম অতর্কিতভাবে যাত্রী হাজী নুরুল ইসলামকে ঘুষি দিয়ে তার কপাল ও মুখমন্ডল ফাটিয়ে ফেলে। এসময় তার আত্মচিৎকারে লঞ্চের অন্য যাত্রীরা দৌঁড়ে ছুটে আসেনে।
পরিস্থিতি বেগতিক দেখে সুকানি দ্রুত গা ঢাকা দেয়। এক পর্যায়ে যাত্রী ও লঞ্চের স্টাফদের মাঝে ঘন্টাব্যাপী হাতাহতি হয়। পরে যাত্রী ও লঞ্চের স্টাফদের মাঝে সমঝতা হয়।
এতে লঞ্চের সুকানি আলমের ১০ হাজার টাকা জরিমাকরে ও সকলের সামনে আহত নুরুল ইসলাম ও তার স্ত্রীর কাছে ক্ষমা চায়।
ঘটনা এখানে শেষ নয়, যাত্রীদের অভিযোগ লঞ্চের স্টফদের ব্যাবহার ভালো না। লঞ্চ ছাড়ার কথা ৬,৪৫ মিনিট ছাড়ে ৭,৩০ মিনিট সেখানেও প্রতারণা। লঞ্চের যাত্রীরা লঞ্চ মালিকের সুদৃষ্টি কমনা করছেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
১৫ ডিসেম্বর,২০১৮