Home / চাঁদপুর / চাঁদপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

চাঁদপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ,পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার ১১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও এনসিটিএফের সহযোগিতায় জেলা শিশু একাডেমিতে শিশু আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া।

তিনি বলেন,‘শিশুদের সাথে আমাদের সহনশীল আচরণ করতে হবে। তাদেরকে নিজেদের মতো করে বেড়ে উঠতে দিতে হবে। যাতে তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। কন্যা শিশুদের প্রতিও আমাদের মনোযোগী হতে হবে। কারণ কন্যারা এখন আর পিছিয়ে নেই এখন তারাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই কন্যা শিশুকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেন,‘শিশুদের বেড়ে উঠার ক্ষেত্রে যে সম্যসাগুলো রয়েছে সেগুলো আমাদের চিহ্নিত করে সে সমস্যা সমাধানের লক্ষে আমাদের কাজ করতে হবে। যাতে করে শিশুরা সঠিক ভাবে বেড়ে উঠতে পারে। এছাড়াও আজকের শিশু আগামি ভবিষৎ। তাইতাদেরকে ভবিষতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে।’

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপ-পরিচালক পরিসংখ্যান খালেদ সাইফুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলার চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নূরুন্নাহার বকুল প্রমুখ।

পরে শিশু একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

আনোয়ারুল হক, ১০ অক্টোবর , ২০১৯ ।