Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে ফেন্সি হত্যা মামলায় অ্যাড. জহিরুল ফের কারাগারে
Fenci-murder-case
ফাইল ছবি

চাঁদপুরে ফেন্সি হত্যা মামলায় অ্যাড. জহিরুল ফের কারাগারে

চাঁদপুর শহরের মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি খুনের মামলার প্রধান আসামি স্বামী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলামকে ৪ মাস অন্তর্বর্তীকালীন জামিন শেষে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার(৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর এ আলমের আদালতে জহিরুল ইসলাম উপস্থিত হলে জামিন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

হত্যার শিকার কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলতানা ফেন্সির পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধান আসামি অ্যাডভোকেট জহিরুল ইসলাম জামিনে আসার পর আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এতে প্রধান আসামি ফেন্সির স্বামী জহিরুল ইসলাম।

এ ছাড়াও অপর আসামি জহিরের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম কয়েকমাস কারাভোগের পর জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ জুন শহরের ষোলঘর এলাকায় নিজ বাসভবনে খুন হন জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলাতানা ফেন্সি। এই ঘটনায় নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন খান চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

স্টাফ করেসপন্ডেট
৩১ মার্চ,২০১৯