Home / চাঁদপুর / বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ
chandpur-editor-council-picnic

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের আনন্দ ভ্রমণ শনিবার (৬ এপ্রিল) পুরাণ বাজারের স্টার আলকায়েদ জুট মেল ও নদীর বুকে জেগে উঠা মেঘনার চরে দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ ভ্রমণের মধ্যে ছিলো ক্রীড়ানুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্যদের পরিবার, চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সংগীত শিল্পীসহ বিভিন্ন পর্যায়েল অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনব্যাপি আনন্দ ভ্রমণের আয়োজন উদ্ধোধন করা হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুর রহমান ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটা. রোকনুজ্জামান রোকন। এর পর পরই সংগঠনের সদস্য, পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ১০টি ইভেন্টে ক্রীড়ানুষ্ঠান শুরু হয়।

দুপুরে আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, র‌্যাব-২ সিনিয়র এএসপি মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন, সাপ্তাহিক লাল সবুজের মেলার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মিজানুর রহমান, সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোশারফ হোসেন লিটন, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, স্টার আলকায়েদের ম্যানেজার মো. বাদল প্রমুখ।

অনুষ্ঠানের তত্ত্বাবধানে সংগঠনের যুগ্ম-সম্পাদক মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ও র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাড. ইকবাল বিন বাশার।

সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক মো. জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রোটা. রোকনুজ্জামান রোকন, সাপ্তাহিক লাল সবুজের মেলার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মিজানুর রহমান, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুনবী নোমান, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সংগঠনের যুগ্ম সম্পাদক এনায়েত মজুমদার, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, সদস্য মহীউদ্দিন আল আজাদ প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বৈশাখী ঘোষাল তুলি, বৃষ্টি পোদ্দার, রাশেদ চৌধুরী, কে এম মাসুদ, শুভ্র রক্ষিত, রাজিব। ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অ্যাড. চৌধুরী ইয়াছিন আরাফাত।

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল, ২০১৯