চাঁদপুর জেলার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সম্মেলন প্রস্ততি কমিটির সভা ১৬ নভেম্বর বিকেল ৫ টায় ছায়াবাণী মোড়স্থ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশাল স্কুলে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ সাফায়াত আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রিয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো.হারুন অর রশিদ ।
সভায় পূর্বে গঠিত ৩৩ সদস্য সম্মেলন কমিটি ও ৩ টি উপ-কমিটিকে পুনবিন্যাস,দায়িত্ব বন্টন,সম্মেলনের তারিখ নির্দিষ্ঠ, ভ্যানু নির্ধারণ ও সার্বিক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ‘চাঁদপুর জেলা কলেজ শিক্ষক সমিতি সম্মেলন ২০২০’ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভায় অধ্যক্ষ এমএ মালেক,অধ্যক্ষ মেজবাহ উদ্দিন প্রফেসর মোশারফ হোসেন,প্রফেসর জাকির হোসেন,ফেসর আবুল কালাম আযাদসহ চাঁদপুরের ২৫ টি কলেজের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আবদুল গনি , ১৬ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur