Home / জাতীয় / অর্থনীতি / মেলার প্রথম দিনে ৩শ’ ২৩ কোটি টাকার কর রাজস্ব আয়
Tex--mela
ফাইল ছবি

মেলার প্রথম দিনে ৩শ’ ২৩ কোটি টাকার কর রাজস্ব আয়

বৃহস্পতিবার ১৪ নভেম্বর দশম আয়কর মেলার প্রথম দিনে করদাতা ও সেবা গ্রহীতাদের ভীড় ছিল লক্ষ্যণীয়। সারাদেশে করদাতারা উৎসবমূখর পরিবেশে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন।

এদিন মেলায় ৬৩ হাজার ২শ’ ৭২ জন করদাতা আয়কর বিবরণী দাখিল করেন, যার বিপরীতে কর রাজস্ব আহরণ হয়েছে ৩ শ’২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮ শ’৮৫ টাকা।

মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এবারের মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় রিটার্ন দাখিল,ই-টিআইন গ্রহণ,ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের সুব্যবস্থা রয়েছে।

এবারে বিশেষ আকর্ষণ হলো মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ,বিকাশ ও প্রযোজ্য শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।

মেলায় সেবা গ্রহণকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৭ শ’ ৫৮ এবং নতুন ই-টিআইএন নিবন্ধনের সংখ্যা ৪ হাজার ৩৬৬। এবার দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬ টি উপজেলাসহ ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।(বাসস)

বার্তা কক্ষ ,১৬ নভেম্বর, ২০১৯