মেঘনা নদর চাঁদপুর নৌ-সীমানায় সিমেন্ট তৈরির সাড়ে ৮শ’ টন কাচাঁমাল (ফ্লাই এ্যশ) নিয়ে এমভি হাজী আব্দুল জলিল নামের একটি জাহাজ তলদেশ ফেটে ডুবে যায়।
বুধবার (৩০ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ২টার দিকে মেঘনার নদীর চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটি ভারতের হলুদিয়া বন্দর থেকে ছেড়ে এসে নারায়নগঞ্জ মেঘনা হুলসিম কোম্পানীর সিমেন্ট তৈরির মালামাল নিয়ে যাওয়ার সময় নোঙ্গর অবস্থায় দুর্ঘটনায় পড়ে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে জাহাজটি পানিতে নিমোজ্জিত হয়ে যাচ্ছে দেখে পাড়ে এনে ভিড়িয়ে দেয় লঞ্চের মাষ্টার। জাহাজটিতে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যমানের কাঁচামাল ছিলো।
এই ঘটনায় জাহাজে থাকা ১১ জনের মধ্যে কেউই হতাহত হয়নি। তবে সম্পূর্ণ মালামাল পানিতে নষ্ট হয়ে যায়। বর্তমানে জাহাজটি উদ্ধারের জন্য চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।
জাহাজের মাস্টার মো. আসাদ জানান, ২৩ জানুয়ারি ফ্লাই এ্যশ নিয়ে তারা ভারতের হলুদিয়া বন্দর থেকে রওয়ানা হন। রাতে ঘটনাস্থলে নোঙ্গর করে রাখলে জাহাজের তলা ফেটে ডেকের মধ্যে পানি উঠে যায়।
পরে ভোর ৫টার দিকে নদীর পাড়ে এনে জাহাজটি ভিড়িয়ে দেয়।
বিআইডাব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের যুগ্ম-পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, দূর্ঘটনার খবর পেয়ে জাহাজটি পরিদর্শন করা হয়েছে। তবে কাগজপত্র দেখে বুঝাগেছে এই জাহাজটি চলাচলের ফিটনে নেই। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
প্রতিবেদক- আশিক বিন রহিম
৩১ জানুয়ারি, ২০১৯