Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বাছুর হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলা-ভাংচুর
calves-lost-case

কচুয়ায় বাছুর হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলা-ভাংচুর

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং সদর (দক্ষিণ) ইউনিয়নের কোমরকাশা গ্রামে গরুর বাছুরকে চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা ভাংচুর ও শুশুর ও পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে।

গেলো ২০ মে রাতে কচুয়ার কোমরকাশা গ্রামে হাজী বাড়ীতে আবু তাহেরের গৃহে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহতরা হ্েচ্ছন,ওই গ্রামের বৃদ্ধ আবু তাহের (৬০) ও তার পুত্র বধূ শিল্পী আক্তার (২৮)।

আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স ভর্তি রয়েছে। আহতেদের মধ্যে শিল্পী আক্তারের অবস্থা আশংকা জনক। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানাগেছে, ১ম রমজানের দিন রাতে কোমরকাশা গ্রামের গাজী বাড়ীর অধিবাসী মো. রওশন আলীর ছেলে মো. সিরাজ মিয়ার একটি বাছুর হারিয়ে যায়। এতে একই গ্রামের পাশ্ববর্তী বাড়ীর কিশোর শামীম ও রিফাত কে সন্দেহ করে এবং এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এক পর্যায়ে সিরাজ মিয়া ও রৌশন আলী গংদের প্ররোচনায় কিছু উশৃঙ্খল যুবক নাইম নামের এক কিশোরকে মারধর করে। এসংবাদ ছড়িয়ে পড়লে এবং বিষয়টি জানতে আবু তাহের গংরা রওশন আলী গাজীকে জিজ্ঞাসাবাদ করলে, এতে ক্ষিপ্ত হয়ে রৌশন গজী গংরা আবু তাহেরের বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর করে।

এদিকে কোমরকাশা গ্রামে গরুর বাছুরকে চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের ও রওশন আলী গাজী গংরা থানায় ও আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেছেন এবং এনিয়ে এলাকায় উত্তেজনা চলছে।

স্টাফ করেসপন্ডেন্ট, কচুয়া
২৫ মে ২০১৯