Home / শিক্ষাঙ্গন / চাঁদপুরে পাঁচ শতাধিক স্কুল-মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আজ
cabinet election
ফাইল ছবি

চাঁদপুরে পাঁচ শতাধিক স্কুল-মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আজ

সারাদেশের ন্যায় একযোগে চাঁদপুরের ৮ উপজেলার পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে জেলার ৫শ’ ৫৩ স্কুল ও মাদ্রাসায় ৮ জন করে ৪ হাজার ৪শ’ ২৪জন ছাত্রপ্রতিনিধি নির্বাচিত হবেন।

স্ব-স্ব প্রতিষ্ঠানগুলোর প্রধানগণকে এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা মাধ্যমিক অফিসগুলো পূর্বেই চিঠি দিয়েছেন।

এরইমধ্যে শিক্ষার্থীগণ তাদের মনোনীত প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে উৎগ্রীব। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে ৮ সদস্যের স্টুডেন্টস কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হতে পারবে। একজন ভোটার সর্বোচ্চ ৮টি ভোট দেবে।

এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যেকোনো তিন শ্রেণিতে সর্বোচ্চ দু ‘টি করে ভোট দিতে পারবে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হবে। এর মেয়াদ ১ বছর ।

স্টুডেন্টস কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা প্রথম সভায় একজন প্রধান প্রতিনিধি মনোনীত করবে। একই সঙ্গে প্রত্যেকের দায়িত্ব বণ্টন এবং সারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি প্রতিটি শ্রেণি থেকে দুজন করে সহযোগী সদস্য মনোনীত করতে হবে, যারা নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা করবে। তাদের ভোটাধিকার থাকবে না।

স্ব-স্ব প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ যথা- বিদ্যালয়,আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা,পুস্তক ও শিখন সামগ্রি,স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন ,অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি-এ ৮টি প্রধান দায়িত্বে ৮ জন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবে।

জেলার স্ব স্ব উপজেলা অফিস থেকে প্রয়োজনীয় শিক্ষামন্ত্রণালয়ের একটি চিঠি প্রেবণ করেছ। প্রধানশিক্ষক ,সহকারী প্রধানশিক্ষক ও সকল শ্রেণি শিক্ষকগণ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৯ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে ।

প্রসঙ্গত, দেশের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ২২ হাজার ৯ শ’৬১ টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮৩ হাজার ৬ শ’৮৮টি পদের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৮ শ’৩৭জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে ভোটার ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬ শ’১৮ জন। এর মধ্যে ছাত্রী প্রায় ৫৫ % ।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গাজীপুরের বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে একটি জানা গেছে। বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন,‘ ২০১৫ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতিবছর এ নির্বাচন হয়ে আসছে । শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াসহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে এ নির্বাচন করা হচ্ছে ‘

প্রতিবেদক : আবদুল গনি
১৩ মার্চ , ২০১৯