চাঁদপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল দোকানদার ব্যবসায়ী সমিতির আয়োজনে বিনিয়োগ বিষয়ের উপর আলোচনা সভা ও চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বৃহস্পতিবার বিকেলে বাস টার্মিনাল পৌর মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, কমিউনিটি পুলিশিং অঞ্চল ৯ এর সভাপতি নুর হোসেন ঢালী।
পৌর বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম সুমন এবং দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ সভাপতি হুমায়ন কবির তালুকদার, ছিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক সুজন মাঝি, আবুল বাশার, কোষাধ্যক্ষ হানিফ গাজী, প্রচার সম্পাদক আসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, ব্যবসায়ী সদস্য আবুল খায়ের, নজরুল ইসলাম, ইয়ারুল প্রমুখ। এসময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং নারী ও শিশু নির্যাতন, চুরি, ছিনতাই প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য দেয়া হয়।
করেসপন্ডেন্ট
১৪ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur