চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‘তোমরা একদিন অনেক বড় হবে। তোমাদের মাঝে সেই প্রতিভা আছে। আমরা তোমাদের মুখের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছি। ভালো কাজের সাথে আমি সব সময় আছি এবং থাকবো। শিক্ষকগণ শিশুদের মাঝে শান্তির বার্তা বিতরণ করবেন। শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।’
সোমবার (৪ মার্চ)সকালে উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বিদ্যালয় সম্পর্কে বলেন,‘উদয়ন শিশু বিদ্যালয়টি ১৯৮২ সাল থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।এ বিদ্যালয়ের ফলাফলও খুব সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর ও মনোরম পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলাধুলা শিক্ষার অঙ্গ,সুস্থদেহ সুস্থ-মন খেলাধুলায় সৃষ্টি হয়। পড়ালেখার পাশাপাশি শিশুরা কি করলে খুশি থাকে, তার প্রতি খেয়াল রাখতে হবে।’
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদয়ন শিশু বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে-সহ অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
এদিকে ক্রীড়া অনুষ্ঠানে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন এবং শিশু শিল্পীর নৃত্য পরিবেশন উপস্থিত সকলকে আনন্দিত করে। ৪৫ টি ইভেন্টে প্রতিযোগি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur