Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া উত্তর ইউনিয়নের বাজেট ঘোষণা ও সেলাই মেশিন বিতরণ
budget-kachua-union

কচুয়া উত্তর ইউনিয়নের বাজেট ঘোষণা ও সেলাই মেশিন বিতরণ

ইউনিয়ন পরিষদদের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা জনসাধারণের মাঝে নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ার ৬নং উত্তর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থ বছরের ১কোটি ৩৫ লক্ষ ৩৭ হাজার ৫শত টাকার বাজেট ঘোষনা করেন, ইউপি সচিব মো: মফিজুর রহমান।

ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. ফকরুল হাসান মিন্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে।

এসময় বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, প্যানেল চেয়ারম্যান আ: হালিম, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মজিবুর রহমান, সোহরাব হোসেন, সিনিয়র সাংবাদিক আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সমাজ সেবক জাফরুল হাসান খোকন প্রমুখ। এসময় সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস,

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী রিসাদসহ বিভিন্ন ওয়াড়ের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন হিসাব সহকারী মো. আলমগীর হোসেনের পরিচালনায় এলজিএসপি’র আওতায় ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, সরকারী বিদ্যালয় প্রধানদের ও অন্যান্যদের মাঝে শিক্ষা সমাগ্রী, নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
২৩ মে ২০১৯