২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ আক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এ হান্নানের নির্দেশে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘সরকার আদালতের মাধ্যমে ষড়যন্ত্রমূলভাবে ২১ আগষ্টে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজা দিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর অলম বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকরি হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন, মোহাম্মদ হোসেন, ইউনুছ, রিপন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অরিফ হোসেন, সাংগঠনিক রেদোয়ন খাঁন রিয়াদ, মোর্শেদ, তুহিন প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
১১ অক্টোবর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur