Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ
Durniti ghush
প্রতীকী ছবি

হাইমচরে ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগ

চাঁদপুরের হাইমচর উপজেলা ৬নং চরভৈরবী ইউনিয়নের ৭-৮ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নাজমা রহমানের স্বামীর বিরুদ্ধে বয়স্ক ও বিধাব ভাতার টাকা আতœসাতের অভিযোগ করেছে ভাতাভোগীরা।

ভাতাভোগীরা জানান ভাতার তালিকা ভুক্ত হয়ে গত ০৯ অক্টোবর সকালে বয়স্ক ও বিধাবা ভাতা উত্তোলন করার জন্য সোনালী ব্যাংক হাইমচর শাখায় যান। তারা ৪ মহিলা ব্যাংকে যাওয়ার পর ভাতা উত্তোলন করার পার কৌশলে মহিলা সদস্যার স্বামী মোঃ মিজানুর রহমান প্রধানীয়া তাদের কাছ থেকে ভাতার ৬ হাজার টাকা নিয়ে নেয়।

৬ হাজার টাকার মধ্যে প্রতি জন হতে ৫হাজার টাকা রেখে দিয়ে ১হাজার টাকা ভাতার বইয়ের মধ্যে দিয়ে তাদের হাতে ভাতার বই দিয়ে দেন।

ভাতাভোগীরা প্রতিবাদ করলে মিজান প্রধানিয়া অফিসের খরচ দিতে হবে বলে জানান তাদের কে।

ভাতা প্রাপ্ত সামসুননাহার স্বামী মৃত মোঃ উছমান বকাউল, বিধবা ভাতা বই নং ১৩৫৪, এ/সি ৮৮৫৭, আছিয়া বেগম স্বামী জলিল বেপারী,বয়স্ক ভাতা বই নং ৩৯২০,এ/সি ৮৮৩৩,হালিমা বেগম স্বামী মৃত খলিলুর রহমান বিধবা ভাতা নং ১৩৩৯, এ/সি নং ৮৮৪২, বিলকিস স্বামী মৃত নূর জামান বকাউল সর্ব সাং দক্ষিন পাড়া বগুলা ওয়ার্ড নং ৭।
ভুক্তভোগীরা বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের টাকা আতœসাতের বিবরণ দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আতœসাতকৃত টাকা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলমাছ বকাউল চাঁদপুর টাইমসকে জানান, ‘মিজানুর রহমান প্রধানিয়ার বিরুদ্ধে আমার ওয়ার্ডের অসহায় মহিলাদের টাকা আতœসাতের অভিযোগ পেয়েছি। এধরনের কাজ অত্যন্ত নিন্দনীয়। আমি তদন্ত সাপেক্ষে আতœসাতকারীর শাস্তি কামনা করছি।’
স্থানিয় ব্যবসায়ী নজরুল ইসলাম ফকির জানান আমার প্রতিবেশি ৪ জন মহিলা তাদের ভাতার টাকা আতœসাত করেছে এ রকম অভিযোগ আনলে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অবগত করি । তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন।’

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান প্রধানিয়া জানান, ‘আমাকে রাজনৈতিক হেয় প্রতিপন্য করার জন্য ষড়যন্ত্র করছে একটি পক্ষ। আমার স্ত্রী নাজমা রহমান দুই বার ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষ লোকজন সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন করার জন্য তাদের নিজস্ব কার্ডধারী ভাতাভোগীদের দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফেরদৌসী বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘এ ধরনের ঘটনায় কোনো অভিযোগ আমার কাছে আসেনি।’

স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর
১১ অক্টোবর, ২০১৮