দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চাকরির বাজারে এই দু’সময়ে সুসংবাদ নিয়ে এলো বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। সরকারি খরচে থাকা-খাওয়া আর প্রশিক্ষণ শেষে সনদের সঙ্গে চাকরির নিয়োগপত্র দিচ্ছে (বিটাক)।
এছাড়া প্রশিক্ষণকালীন সময়ে ভাতাও প্রদান করা হয়। সেপা প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্পশিক্ষিত, দরিদ্র এবং পিছিয়ে পড়া বেকার যুব-মহিলাদের ৯টি ট্রেডে তিন মাস এবং যুবকদেরকে ৩টি ট্রেডে ২ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিটাক।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি আমাদের মুল লক্ষ। এছাড়া নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখা, আমদানি বিকল্প মেশিন পার্টস উৎপাদন ও শিল্পক্ষেত্রে উন্নত প্রযুক্তি আহরণ ও হস্তান্তরসহ শিল্পখাতকে পরামর্শও প্রদার করে থাকে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। আসুন জেনে নেই বিটাকে চাকরি জন্য যেভাবে আবেদন করবেন?
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
প্রকল্পের নাম
এসইপিএ (সেপা) প্রকল্প
প্রশিক্ষণের ধরন
দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বল্পশিক্ষিত, দরিদ্র এবং পিছিয়ে পড়া বেকার যুব-মহিলাদের ৯টি ট্রেডে ৩ মাস এবং যুবকদেরকে ৩টি ট্রেডে ২ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ।
নারীদের ট্রেড
লাইট মেশিনারিজ, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, অটোক্যাড, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স, ইলেকেট্রনিকস, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, প্লাস্টিক প্রসেসিং (জেনারেল), প্লাস্টিক প্রসেসিং (কাস্টোমাইজ) এবং কার্পেন্ট্রি।
আরও পড়ুন… প্রশিক্ষণ ও শিল্প কারখানায় যন্ত্রাংশ সরবরাহে চাঁদপুর বিটাকের অভাবনীয় সাফল্য
পুরুষদের ট্রেড
ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স এবং রিফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং
প্রশিক্ষণ কোর্স সংখ্যা।
১৪ সপ্তাহব্যাহী কোর্স ১১টি, ৪/৬ সপ্তাহ মেয়াদি কোর্স ১৪টি এবং ২/১ সপ্তাহব্যাপী ৩/৪টি। এছাড়া অ্যাটাচমেন্ট কোর্স রয়েছে। নিয়মিত কোর্সগুলোর মধ্যে মেশিন সপ, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, ওয়েল্ডিং, ফাউন্ড্রি, অটোমোবাইল, হিট ট্রিটমেন্ট, সিএনসি লেদ, সিএনসি মিলিং, পিএলসি ইত্যাদি উল্লেখযোগ্য।
প্রশিক্ষণ কেন্দ্র
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও চাঁদপুর। আরও ৪টি কেন্দ্র নির্মিত হবে। সেগুলো হলো- বরিশাল, রংপুর, জামালপুর (ময়মনসিংহ বিভাগের জন্য) এবং সুনামগঞ্জ (সিলেট বিভাগের জন্য)।
আরও পড়ুন… চাঁদপুরে যুবকদের সুযোগ দিচ্ছে বিটাক : ৭ বছরে ৩ হাজার বেকারের কর্মসংস্থান
আবেদনপত্র সংগ্রহ
আগ্রহীরা bitac.gov.bd/site/notices এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। যোগাযোগের ঠিকানা
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। এছাড়া আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
বার্তা কক্ষ
২৫ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur