Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে এমপিকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Bikkhob-Michil-Faridganj

ফরিদগঞ্জে এমপিকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ মুহম্মদ শফিকুর রহমানকে কটুক্তি ও শারিরীকভাবে আক্রমণের হুমকির প্রতিবাদে গত দু’দিন যাবত উপজেলা সদরে সমাবেশ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলােই) বিকেলের কর্মসূচী থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর বিচার দাবি করা হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে।

বিক্ষোভ শেষে বক্তারা বলেন, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার দুপুরে আয়োজিত ওই সভায় সভাপতি আবুল খায়ের পাটওয়ারী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপির নাম উল্লেখ করে অশালীন বক্তব্য দেন । আবুল খায়ের পাটওয়ারী না কি প্রয়োজনে পুলিশ বেষ্টনী থেকে বের করে নিয়ে এমপিকে শারিরীকভাবে আক্রমণ করবেন।

বক্তারা আরও বলেন, আবুল খায়ের পাটওয়ারী অবৈধ সুযোগ সুবিধা হারিয়ে খেই হারিয়ে ফেলেছেন। তারা আবুল খায়ের পাটওয়ারীর পদত্যাগ দাবি করেন।

পথসভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মাহফুজুল হকসহ হেলাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, কামরুল ইসলাম সাউদ, জি এম তাবাচ্ছুম মাস্টার, জসিম উদ্দিন মিজি , পাবেল পাটওয়ারী প্রমুখ।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল মেম্বার, শিমুল পাটওয়ারী, নজরুল ইসলাম সুমন, শরিফ খান, মনির হোসেন, সজিব আহমেদ, আলাউদ্দিন ভূইয়া, মাসুদ আলম আয়াত, রফিকুল ইসলাম জুয়েল, গাজী আলী নেওয়াজ, সাগর পাটওয়ারী, পুতুল সরকার, সৌয়দ ইমতিয়াজ আহমেদ সোহাগ, রুবেল হোসেন আল আমিন খান, মোঃ সোহেল, মোঃ রাসেল প্রমুখ।

আরো পড়ুন- ফরিদগঞ্জের ‘এমপিকে কটুক্তির’ প্রতিবাদে আওয়ামী নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক- শিমূল হাছান, ২১ জুলাই ২০১৯