কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে সদরের শাহাপুর সীমান্তে ‘বিজিবির সাথে গোলাগুলিতে’ মোঃ হেলাল উদ্দিন নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মোঃ হেলাল উদ্দিন সদরের বাজগন্ডা গ্রামের মৃতঃ সুন্দও আলীর পুত্র।
কুমিল্লা ১০ বিজিবি’র অতিরিক্ত পরিচালক আবদুল্লাহ আল ফারুকী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে তিনটায় সদরের শাহাপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলিছুড়লে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হয়। তার পরিহিত লুঙ্গির সাথে কোমরে মোড়ানো পলিথিনের ব্যাগের মধ্যে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিজিবির দাবি মাদক ব্যবসায়ী হেলাল একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এবং দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে আত্মগোপন করে নিয়মিত ভারতীয় ও বাংলাদেশী মাদক চোরাকারবারীদের সংযোগকারী এবং মাদক পাচারকারী হিসেবে কাজ করতো। এলাকায় প্রায় ১০ বছর সে একজন চিহ্নিত মাদক চোরাকারবারী হিসেবে পরিচিত।
এদিকে র্যাব-১১ এর অভিযানে কুমিল্লার বুড়িচং থেকে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
কুমিল্লা করেসপন্ডেন্ট
৭ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur