মতলব দক্ষিণ

মতলবে কৃষি ব্যাংকের টাকা চুরির ঘটনায় মামলা ও তদন্ত কমিটি গঠন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর এলাকায় অবস্থিত শাখা কৃষি ব্যাংক গত বুধবার (১০ জুলাই) গভীর রাতে ২৪ লাখ টাকা চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, ব্যাংকটির তালা ভেঙ্গে এই টাকা চুরি করে চোরের দল। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আমির হোসেন জানান, টাকা চুরির ঘটনায় ব্যাংকের প্রধান কার্যালয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার সরেজমিনে এসে তদন্ত কাজ শুরু করেন। তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন কৃষি ব্যাকের প্রধান কার্যালয়ের ডিজিএম (প্রশাসন) আজিজুল বারী, ডিজিএম (খান আদায়) পরেশ চন্দ্র সরকার ও ডিজিএম (শাখা নিয়ন্ত্রণ ও ব্যবস্থা উন্নয়ন) মো. মনিরুল ইসলাম।

মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল বলেন, টাকা চুরির ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক আমির হোসেন বাদী হয়ে আজ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এতে ব্যাংকের নৈশপ্রহরী মো. মোস্তফা এবং অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়। নৈশপ্রহরীকে গত বৃহস্পতিবার আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (১৩ জুলাই) তাকে চাঁদপুর বিচারক হাকিমের আদালতে হাজির করা হবে। মামলার অন্য আসামীদের ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটির তদন্ত চলছে।

আরো পড়ুন- মতলবে রাতের আঁধারে কৃষি ব্যাংকের ভল্ট থেকে ২৪ লাখ টাকা চুরি

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
১২ জুলাই ২০১৯

Share