Home / চাঁদপুর / চাঁদপুরে বাংলাভিশন ‘পবিত্র কুরআনের আলো’ বাছাই পর্ব সম্পন্ন
banglavision-programme-chandpur

চাঁদপুরে বাংলাভিশন ‘পবিত্র কুরআনের আলো’ বাছাই পর্ব সম্পন্ন

‘কুরআনের আলোয় আলোকিত করে দুনিয়া’ এই প্রতিপাদ্যকে ধারন করে বাংলাভিশন ‘পবিত্র কুরআনের আলো’ চাঁদপুরে প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।

অধ্যাপক মোখতার আহমাদের উপস্থাপনায় পুষ্টি নিবেদিত বাংলাভিশন চ্যানেলে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকার তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসায় প্রাথমিক বাছাই সম্পন্ন হয়।

চাঁদপুরে ‘পবিত্র কুরআনের আলো’ বাছাই পর্বে প্রায় অর্ধশতাধিক মাদ্রাসার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করে, তাদের মধ্য থেকে প্রতিযোগিতা শেষে আটজন প্রতিযোগীকে ঢাকায় আসার জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়। ইয়েস কার্ড প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর টাইমসের
প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

প্রভাষক মো. সাইফুল ইসলাম খানের পরিচালনায় ‘পবিত্র কুরআনের আলো’ চাঁদপুরে প্রাথমিক বাছাই পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মহিউদ্দিন কনক, হাফেজ মাও. আবুল হাসানাত, হাফেজ মাও. আব্দুল কাদির গাজী, হাফেজ মাও. শরীফুল ইসলাম, হাফেজ মাও. রাশেদুল ইসলাম, হাফেজ মুসাদ্দেক আল আকিবসহ মাদ্রাসার শিক্ষক ও প্রতিযোগি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, পবিত্র কুরআনের আলো অনুষ্ঠানটি ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাভিশন চ্যানেলে প্রচারিত হয়ে আসছে। বরাবরের মতো এবারো অনুষ্ঠানটি মাহে রমজানে প্রতিদিন ইফতারের আগে এক ঘণ্টাব্যাপি দর্শকপ্রিয় চ্যানেল বাংলাভিশনে দেখা যাবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম