Home / চাঁদপুর / পহেলা বৈশাখে নানা উৎসবে চাঁদপুরে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা
bangla-new-year-1426

পহেলা বৈশাখে নানা উৎসবে চাঁদপুরে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমূখর পরিবেশে সারা দেশের ন্যায় চাঁদপুর আনন্দ উচ্ছাসে পালিত হচ্ছে বর্ষবরণ ১৪২৬ তথা পহেলা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরের সর্বত্র চলছে উৎসবের আমেজ।

রোববার(১৪ এপ্রিল) সকাল ৬টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগীত নিকেতন বর্ষবরণের গান পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের কার্যক্রম। পরে করে। সকাল ৭টায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজনে বর্ষবরণ ও আলোচনার অনুষ্ঠিত হয়।

এরপর বিগত বছরের ধারাবাহিকতায় এবারও সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনার দিবসের প্রথম প্রহরেই বর্ণাঢ্য সাজে বের হয় মঙ্গল শোভাযাত্রা।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম, বিপিএম, পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মাদের নেতৃত্বে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি মূল আয়োজন স্থল চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে গিয়ে শেষ হয়।

এতে শহরের সকল সরকারি-বেরসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, সাংষ্কৃতিক সংগঠন বর্ণিল সাজে সেজে অংশ গ্রহন করে। শোভাযাত্রা শেষে বৈশাখী আয়োজন মঞ্চে ৩ দিনব্যাপি বর্ষবরণ ও গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.জিহাদুল কবির পিপিএম, বিপিএম, পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মাদ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

চাঁদদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও লেখক ডা. পীয়ূষ কান্তি বড়ুয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহারসহ জেলা প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক ও বিভিন্ন শ্রেনীপেশার সুধিজন। পরে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার দিনব্যাপি পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়াসহ বিভিন্ন দেশিয় গান পরিবেশন করা হয়।

এভাবেই বিভিন্ন আয়োজনের বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ দিনব্যাপি পালিত হয়ে। চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটিতে এবারের আয়োজন ছিলো বেশি প্রাণবন্ত। বাঙালির এ প্রাণের উৎসবকে ঘিরে শহর-বন্দর-গ্রামগঞ্জ ও হাটবাজারসহ চাঁদপুরের সর্বত্র চলছে উৎসবের আমেজ দেখা গেছে। মিষ্টি, রসগোল্লা ও দই, খই, মুড়ি, তরমুজ, বাঙ্গি বিক্রি হচ্ছে।

ভিডিওতে দেখুন-

প্রতিবেদক:আশিক বিন রহিম
ছবি:শরীফুল ইসলাম