Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
Faridgonj-Pic

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার দায়ে বুধবার (১০ জুলাই) উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে।

এতে অংশ গ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আওমীলীগ, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১, উপজেলা ছাত্রলীগ পরিবারসহ অন্যান্যরা। অবস্থা বেগতিক দেখে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে।

বিক্ষোভ মিছিলটি এক পর্যায়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় ও বিক্ষোভ প্রদর্শন করে। মিছিল শেষে বিক্ষোভ কারীরা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করে।

বিক্ষুব্দরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে উপযুক্ত বিচারের দাবিতে আলটিমেটাম দেন।

প্রতিবাদ সভার নেতৃত্বে ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোতাহার হোসেন রতন ও উপজেলা ছাত্রলীগ নেতা আল- আমিন আহাম্মেদের নেতৃত্বে।

প্রতিবাদ মিছিলে যোগ দিতে সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধরা মিছিল বিক্ষোভে অংশ গ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তরা অভিযোগ করেন, রোববার (৬ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষের পূর্ব অনুমতি সাপেক্ষে বিএনপির সাংগঠনিক কমিটির একটি মতবিনিময় সভা হয়। ওই সভা শুরুর পূর্বে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিএনপির ব্যানার দ্বারা ঢেকে দেয় হয়। ওই দুই মহান নেতাকে অবমাননার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তারা।

এ ঘটনার প্রেক্ষিতে ফরিদগঞ্জ প্রেসক্লাব থেকে স্থানীয় গণমাধ্যমে একটি প্রেস বার্তা পাঠানো হয়েছে।

এতে বলা হয় , গত ৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কমিটি পুন:গঠন কল্পে আভ্যন্তরীণ মতবনিমিয় সভা আয়োজনের জন্য জেলা বিএনপির সাংগঠনিক টিম নিরপেক্ষ ভ্যানু হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাব কে ভাড়া নেয়।

কিন্তু শর্ত ভঙ্গ করে তারা প্রেসক্লাবের নির্ধারিত ব্যানার স্ট্যান্ড ব্যবহার না করে একটি বড় ব্যানার দিয়ে প্রেসক্লাবে স্থাপিত জাতির পিতা ও প্রধান মন্ত্রীর ছবি অর্ধ ঢেকে সভা আয়োজনের প্রস্তুতি নেয়। মতবিনিময় সভা শুরুর পূর্বেই তারা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হলে প্রেসক্লাব রক্ষায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সভা কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি অবমাননা সহ বিশৃংখল পরিস্থিতি দেখে তাৎক্ষনিক শর্ত ভঙ্গ করার কারণে প্রেসক্লাব ভাড়া বাতিল করে ।একই সাথে পুলিশের সহায়তায় দ্রুতলয়ে তাদের প্রেসক্লাব ত্যাগ করতে বাধ্য করে।
ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ওই দিনের ঘটনাটি বিশ্লেষণ শেষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছসহ সভা আয়োজনের চেষ্টাকারীরা বঙ্গবন্ধুর ছবি অবমাননা ও প্রেসক্লাবের শর্ত ভঙ্গকরায় প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দের বুধবার সন্ধ্যায় তাৎক্ষনিক বৈঠক শেষে সিদ্ধান্ত গ্রহণ করে।

সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোহাম্মদ ইউনুছসহ ওই সভা আয়োজকদের সকল সংবাদ বর্জন করা হবে। বিষয়টি প্রেসক্লাবের সকল সংবাদকর্মী ও পত্রিকাগুলোকে অনুরোধ করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০১৯