চাঁদপুরের হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নকে ট্রাইভাকারে হারিয়ে গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়ন বিজয়ী হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কাকৈরতলা জনতা কলেজ মাঠে দুই ইউনিয়নের নেতৃবৃন্দ ও খেলোয়াড়দের উপস্থিতিতে শত শত দর্শক খেলা উপভোগ করেন।
খেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম চৌধুরী।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার জাকির হোসেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ আলম হীরাসহ ইউনিয়ন আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ৮ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur