চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, গতিশীলতা আনয়নের মাধ্যমে সু-সংগঠিত সংগঠন গঠনের লক্ষে বিএনপি’র ৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ ও ৬ জন যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত পত্রে উক্ত কমিটির অনুমোদন দেন। এতে সভাপতি মো. ইব্রাহীম, সাধাBন সম্পাদক মো. সাহাদাত হোসেন মিয়াজীকে মনোনয়ন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি আব্দুল মুনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো. ইকবাল লিটন এবং সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেনকে মনোনয়ন দেয়া হয়।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, সকলের সমবেত প্রচেষ্টায় বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপিকে সুদৃঢ় ও শক্তিশালী সংগঠন এবং গনতন্ত্র পূনঃরুদ্ধারসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ইউনিয়ন বিএনপির একটি সূত্র জানায়, প্রশাসনের অনুমতি না থাকায় তারা সম্মেলন করতে পারেননি তাই সম্মেলন ছাড়াই সম্মেলন আহবায়ক কমিটির মতামতের ভিত্তিতে এ কমিটি অনুমোদন করা হয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ২২ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur