চাঁদপুরে ‘গুজব প্রতিরোধে ’ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা বাবুরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রোবাবার (২৮ জুলাই) ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মিজানুর রহমান।
এ সময় তিনি বলেন, ‘তোমরা বাংলাদেশের নতুন প্রজন্মের নাগরিক। গুজব রটিয়ে বাংলাদেশের সুন্দর পরিবেশকে একটি মহল নষ্ট করার চেষ্টা করছে। পদ্মা সেতুতে‘কি মাথা লাগে;নাকি রড-সিমেন্ট-বালু লাগে ’ সে বিষয়টি তোমরা বুঝ। আমাদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। তোমরা এধরনের কিছু দেখলে পুলিশকে গোপনে জানাবে।’
অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন,ওসি তদন্ত মো. হারুনুরে রশিদসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শরীফুল ইসলাম
২৮ জুলাই ২০১৯
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur