২০১৭ সালের ৩০ আগস্ট মৃত্যুবরণ করেন সংগীতশিল্পী আব্দুল জব্বার। তার জন্ম ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়ায়। তিনি ১৯৫৬ সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। গানের প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। তিনি সংগীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ ওসমান গণি ও ওস্তাদ লুত্ফুল হকের কাছে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ তিনটি গান ২০০৬ সালে মার্চ মাসজুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়।
১৯৫৮ সাল থেকে তিনি তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন। ১৯৬২ সালে তিনি প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। ১৯৬৪ সাল থেকে বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৮ সালে ‘এতটুকু আশা’ ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু’ গানটি জনপ্রিয়তা অর্জন করে এবং পরে ‘সারেং বৌ’ চলচ্চিত্রে ‘ওরে নীল দরিয়া’ গানটি শ্রোতাদের মন জয় করে।
১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক,স্বাধীনতা পুরস্কারসহ নানা পুরস্কারে তিনি ভূষিত হন।
বার্তা কক্ষ
৩০ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur