চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরা মজবুত না হলে দল টিকে থাকবে না। তাই দলকে সুসংগঠিত করতে সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি, সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করি। বঙ্গবন্ধুর আদর্শে এবং নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
বঙ্গবন্ধুর জন্যই আজকে বাংলাদেশ পৃথীবির বুকে পরিচিতি অর্জন করেছে। স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে, তা সারাবিশে^ বিরল। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
মেয়র আরো বলেন, আজকে বাংলাদেশে যুতটুকু অর্জন হয়েছে, তা শুধু আওয়ামী লীগ সরকারের জন্য সম্ভব হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই দেশটাকে এতদিন বেঁচে দিতো। শুধু আওয়ামী লীগ থাকার কারনে দেশটা আজকে টিকে রয়েছে। যারা আওয়ামী লীগ করেন, সকলকেই ত্যাগের রাজনীতি করতে হবে। কেউ যদি আওয়ামী লীগ করে বলেন, আমি দল থেকে কিছু পাইনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বুজতে হবে আমরা যা কিছু পেয়েছি, সবকিছু আওয়ামী লীগ সরকার থাকার কারণে।
সভায় প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমাদের যে কোন কাজে জড়ালো ভাবে কাজ করতে হবে। কোন কাজেই দুর্বল হলে চলবে না। যারা কাজ করতে পারেন, দলের জন্য শ্রম এবং মানুষের কল্যাণে কাজ করবে তাদেরকেই দলে আনতে হবে। আওয়ামী লীগ জনগনের জন্য কাজ করে। জননেত্রী শেখ হাসিনা যে ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে ঠিক সেই ভাবে দলকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিতে হবে।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য ওহাব জমাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হোসেন বেপারী, সহ-সভাপতি আব্দুল মান্নান মজুমদার কালু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেরা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নুরন্নবী, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক অ্যাড. লোকমান হোসেন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমান মজু।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৫ নভেম্বর ২০১৯