চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বড় ভাইকে ধারালো দা ও ছুরি দিয়ে তারই সহোদর ছোট ভাই আহসান উল্লা (২৫) গলা কাটার ঘটনা ঘটিয়েছে ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বড় ভাই মো: লোকমান মিয়াকে উদ্ধার করে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পিজি) হাসপাতালে নেয়া হয়েছে।
আহত লোকমান তালতলীর গ্রামের দিদারের ছেলে। লোকমান রাজ মেস্তুরি কাজ করে।
এ ঘটনায় জড়িত তার সহোদর ছোট ভাই আহসন উল্লা ঘটনার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনার সাথে থাকার সন্দেহে সহোদর দু’ভাই রেজাউল করিম( ৩৫)ও ছানাউল্লা (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এঘটনা ঘটে। হাসপাতালে কর্তব্যরত সুত্রে জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে লোকমানের শ্বাসনালীর অর্ধাংশ কেটে গেছে। সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ( পিজি) চিকিৎসাধীন ।
মতলব থানার ওসি মিজানুর রহমান জানান, গলাকাটার ঘটনায় আহত লোকমানের ছোট দুই ভাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামালা
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur