Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
matlab-gold-cup

মতলব বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় মতলব উত্তর উপজেলায় চ্যাম্পিয়ান হয়েছে উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদ। তারা ১-০ গোলে এখলাছপুর ইউনিয়ন হারিয়ে উপজেলার চ্যাম্পিয়ন হিসেসবে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষণ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। যুব সমাজকে যদি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করা যায় , তাহলে সহজেই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে। যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আযয়োজন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ সরকার মিনি স্টেডিয়াম তৈরীর প্রকল্প গ্রহণ করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম (প্রস্তাবিত) মাঠে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা যুবলীগ নেতা গাজী সাখাওয়াত হোসেন, ষাটনল ইউপি’র চেয়ারম্যান একেএম শরিফউল্ল্যাহ সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা গাজী মুক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য সাখওয়াত হোসেন গাজী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান ইয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সরকার মুকুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, সদস্য কাজী হাবিবুর রহমান, আল-আমীন আশরাফুল আলম মিলন, ছেংগাপরচর পৌর যুবলীগের সসাংগঠনিক সম্পাদক জামান সরকার, পৌর যুবলীগের সহ সভাপতি আবুল হোসেন ফরাজী,সাংগঠনিক সম্পাদক জামান সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু, পৌর কাউন্সিলর আল-আমীন সরকার, শাহাদাত হোসেন খোকন ঢালী প্রমুখ।

খেলায় অংশগ্রহণ করেন এখলাসপুর ইউনিয়ন পরিষদ বনাম ষাটনল ইউনিয়ন পরিষদ। ষাটনল ইউনিয়ন ২-০ গোলে এখলাসপুর ইউনিয়ন কে পরাজিত করে বিজয় অর্জন করেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সালাউদ্দিন সরকার, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জামাল উদ্দিন এবং আব্দুর রহিম।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১৪ সেপ্টেম্বর ২০১৯