চাঁদপুরের আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামে নুরজাহান বেগম নামের এক গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।
শনিবার(৬ মার্চ) সকালে ওই গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ফরিদ গাজীর স্ত্রী।
জানা যায়,২/৩ বছর পূর্বে নুরজাহানের সাথে পাইকাস্তা গ্রামের ফরিদ গাজীর সাথে বিয়ে হয়। আজ সকালে পারিবারিক বিষয়ে স্বামীর সাথে অভিমান করে সে বিষপান করলে স্বজনরা জানতে পেরে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে থানার এস আই আওলাদ হোসেন, লাশের সুরুতহাল তৈরি করে থানায় নিয়ে যায়।
এস আই আওলাদ হোসেন জানায়, গত দুই তিন বছর পূর্বে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। হয়তোবা পারিবারিক বিষয়ে স্বামীর সাথে অভিমান করে সে বিষপানে আত্মহত্যা করে বলে জানা গেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
৬ এপ্রিল,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur