Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘শিক্ষাবিদ আশেক আলী খানের পথ অনুসরণে এগিয়ে যেতে হবে’
Ashek Ali

‘শিক্ষাবিদ আশেক আলী খানের পথ অনুসরণে এগিয়ে যেতে হবে’

চাঁদপুর জেলাধীন প্রথম মুসলিম গ্র্যাজুয়েট,বিশিষ্ট শিক্ষাবিদ ও কচুয়ার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আশেক আলী খান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া, কোরআন খানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুমের সুযোগ্য সন্তান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি বলেন, আমার প্রয়াত পিতা মরহুম আশেক আলী খান এ এলাকা সহ কচুয়াকে এগিয়ে নিতে শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। কর্মজীবনে তিনি একজন শিক্ষক ছিলেন। শিক্ষকতার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িছেন। আমরা তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

এ সমময় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ মরহুমের পরিবারের সদস্য বৃন্দ, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, ১ আগস্ট ২০১৯