Home / সারাদেশ / প্লাস্টিক পণ্যের অপব্যবহারে জলজ প্রাণি হুমকির মুখে
plastic ...

প্লাস্টিক পণ্যের অপব্যবহারে জলজ প্রাণি হুমকির মুখে

প্লাস্টিক পণ্যের অপব্যবহারের কারণে সব জলজ প্রাণি আজ হুমকির মুখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
শনিবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘ বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০১৯‘ উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বেগম হাবিবুন নাহার বলেন,‘সমুদ্র এবং জলাশয় যদি প্লাস্টিক বর্জ্য দ্বারা দূষিত হয়ে যায়। তবে সেটাকে আহরণ করার মতো কোনো পরিকল্পনা আমাদের সরকার থেকে এখনও নেয়া হয়নি। সুন্দরবনের যে পাশ দিয়ে জলযান চলাচল করে,আমি নিজে সেইসব জলযানে একটি করে কন্টেইনার দিয়ে এসেছি যাতে করে তারা প্লাস্টিকের বর্জ্যগুলো সেখানে রাখতে পারে।’

উপমন্ত্রী উল্লেখ করে বলেন,‘পানির বোতল,পলিথিন,চিপসের প্যাকেটসহ উড়ে বেড়ানো প্লাস্টিকগুলো আমাদের অনেক ক্ষতি করে। এ বিষয়গুলোতে যদি আমরা সচেতন হই তাহলে ৭৫% প্লাস্টিক বর্জ্য থেকে দূরে থাকতে পারবো। একইসঙ্গে জলজ প্রাণীগুলোকে হুমকির হাত থেকে রক্ষা করতে পারবো।’

উপমন্ত্রী বলেন,‘পৃথিবীর অনেক দেশ আছে যেখানে বনভূমি ছিল। এখন তার চিহ্নমাত্র নেই। কেটে সেটা শেষ করে ফেলেছে। উন্নত দেশ হিসেবে নিজেদের জাহির করার জন্য এটা করেছে। কিন্তু আমাদের বনভূমি আছে।’

তিনি প্লাস্টিক কুড়িয়ে নিয়ে যারা বিক্রি করেন তাদেরকে প্রশংসা করে বলেন,‘যারা বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে বিক্রি করেন, তারা আসলে পরিবেশের উপকার করছেন।’

উপ-প্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় আরও অংশ নেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী,প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু,বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির চেয়ারম্যান ড.গুলসান আরা লতিফা প্রমুখ।

বার্তা কক্ষ
১২ মে ২০১৯