Home / চাঁদপুর / দুর্যোগপূর্ণ জেলার মধ্যে চাঁদপুর রয়েছে, সর্বদা সতর্ক থাকতে হবে : জেলা প্রশাসক
city-of-hilsha
Chandpur City Of Hilsha Dreamer & Creator Md. Abdus Sabur Mandal

দুর্যোগপূর্ণ জেলার মধ্যে চাঁদপুর রয়েছে, সর্বদা সতর্ক থাকতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, দেশের দুর্যোগপূর্ণ জেলার মধ্যে চাঁদপুর রয়েছে। তাই আমাদের সবসময় সর্তক থাকতে হবে।’

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক তাঁর অভিজ্ঞতার বিবরণ দিয়ে বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় মেঘনার যে তা-ব দেখা যায়, তা অনেক ভয়াবহ। ২০-২৫ ফুট উচ্চতায় পানি এসে মোলহেডে আছড়ে পড়ে। বিশেষ করে দুর্যোগের সময় মেঘনার অবস্থায় অনেকটা সাগরের মতো হয়ে যায়।’

আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ওইদিন সকাল সাড়ে ৯ টায় হাসান আলী স্কুল মাঠে র‌্যালি, ১০ টায় আলোচনা সভা। সাড়ে ১০টায় ভূমিকম্প মহড়া কর্মসুচি গ্রহণ করবে ফায়ার সার্ভিস । এতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ,শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, এনজিও,স্কাউট, রোবার ,স্কাউট অংশগ্রহণ করবে। ‘প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়’ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করবে জেলা শিশু একাডেমি। ভূমিকম্পন নদী ভাঙ্গণ প্রামন্য চিত্র প্রদশন করবে জেলা তথ্য অফিস । সকল উপজেলায় দিবসটি পালন করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )আয়েশা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মাসুদ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এএসএম দেলওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল ঘোষ, জেলা ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোমেনা আক্তার, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সীমা রাণী বনিক, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আজিজুল হক প্রমুখ।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: : আপডেট, বাংলাদেশ ৮:০৩ পিএম, ০৪ অক্টোবর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply