Home / শিল্প-সাহিত্য / রণেশ দাশগুপ্ত ছিলেন প্রগতিশীল লেখক
Ronesh Dashghupto

রণেশ দাশগুপ্ত ছিলেন প্রগতিশীল লেখক

রণেশ দাশগুপ্ত ১৯১২ সালের ১২ জানুয়ারি ঢাকার লৌহজং এ গাউপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি কবি জীবনান্দ দাশের নিকট-আত্মীয় ছিলেন। রণেশ দাশগুপ্ত তরুণ বয়স থেকেই মার্কসবাদী দর্শনে বিশ্বাসী রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী ছিলেন।

এ বিশ্বাসের ওপর ভিত্তি করে গঠিত ’ঢাকা’ প্রগতি লেখক ও শিল্পী সংঘ এর প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৪৭ সালের ঢাকায় পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির তিনি অন্যতম সংগঠক ছিলেন। ১৯৪৮ সালের বাংলা ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন এবং ১৩ মার্চ গ্রেফতার হন।

পাকিস্তান বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য তিনি অনেক বার কারাবরণ করেন। সাহিত্য চর্চায়ও তিনি উল্ল্যেখযোগ্য অবদান রাখেন।তাঁর উল্ল্যেখযোগ্য গ্রন্থগুলো হলো : শিল্পীর স্বাধীনতার প্রশ্নে, আলো দিয়ে আলো জ্বালা, উপন্যাসের শিল্পরূপ ইত্যাদি । ১৯৯৭ সালের ৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

সম্পাদনায় : আবদুল গনি
১১ জানুয়ারি,২০১৯ শুক্রবার

Leave a Reply