চাঁদপুর কালীবাড়ি রেলওয়ে কোর্ট স্টেশন থেকে সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় অজ্ঞাত বৃদ্ধে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠানের নিদ্দের্শে রেলওয়ে থানার এ এস আই মো: কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্বার করে রেলওয়ে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়,সে সোমবার বিকেল সাড়ে ৫টায় বাধ্যক্য জনিত কারনে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর সময় তার শরীরে সাদা-কালো চেক সাট পরিহিত ও পরনে গোলাপী রংয়ের কাপড় ছিল।
রেলওয়ে থানার এ এস আই মো: কামাল হোসেন জানান,লাশের সুরুত হাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশের অভিভাবক না পাওয়া গেলে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দাফন করার জন্য হস্তান্তর করা হবে।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান বলেন,মৃত ব্যাক্তিটি ধারনা করা হচেছ, ভিভুক হবে। বাধ্যক্য জনিত কারনে সে মারা গেছে। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১তারিখ ২১-৮-১৭।
পরিচয় সনাক্তে সংবাদে লাশের ছবি প্রকাশ করেছে- সম্পাদক
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫৯ পিএম, ২১ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur